ভিসা
আবেদন
করতে
কি
কি
লাগে
| ভিসা
আবেদনের
নিয়ম
২০২৪
ভিসা আবেদন কিভাবে করবেন? কি কি লাগে? জেনে নিন আজকের এই পোস্টে
ভিসা আবেদন করতে কি কি লাগে |
ভিসা আবেদনের নিয়ম
2024 (Visa Online Apply)
আমরা
আমাদের বিভিন্ন কাজ কর্ম সম্পন্ন করার জন্য বিভিন্ন দেশে গিয়ে থাকি। আর অন্য দেশে যাওয়ার জন্য আমাদের অবশ্যই ভিসা ও পাসপোর্টের প্রয়োজন হয়।
আপনি
নিশ্চয় জানেন যে যদি আপনার পাসপোর্ট না থাকে তাহলে আপনি বিদেশ যেতে পারবেন না। এবং যদি আপনার ভিসা না থাকে বিদেশে ভ্রমণ করতে পারবেন না। বুঝতেই পারছেন, পাস্কপোর্ট ও ভিসার সম্পর্ক বেশ গভীর।
আপনি যদি ভিসা ছাড়া কোনো বিশ্বের কোনো দেশে যান তাহলে আপনি ঐ দেশে অবৈধ নাগরিক হয়ে যাবেন।
তো বন্ধুরা! আজকের পোস্টে আমি ভিসা সম্পর্কিত
একটি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা
করবো। এই পোস্টে যে বিষয়টি আমি আপনার সাথে আলোচনা করতে যাচ্ছি তা হল- ভিসা আবেদন করতে কি কি লাগে | ভিসা আবেদনের নিয়ম ২০২৪ (Visa Online Apply 2024)
চলুন
শুরু করা যাক আজকের ভিসা আবেদনের নিয়ম সম্পর্কিত এই পোস্টটি।
সূচিপত্র
ভিসা আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
ভিসা
আবেদন করার জন্য আপনার কিছু কাগজপত্রের প্রয়োজন হবে। নিচে এই প্রয়োজনীয় কাগজপত্রের একটি তালিকা দেওয়া হল-
·
একটি বৈধ পাসপোর্ট
·
আপনার পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন ৬ মাস হতে হবে।
·
আপনার এনআইডি কার্ডের জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধনের জন্ম তারিখ অবশ্যই নির্ভুল এবং একই হতে হবে।
·
ভিসা আবেদন ফরম
·
আপনার ২ কপি ছবি (পাসপোর্ট সাইজ)
·
ব্যাংক সলভেন্সি
·
ব্যাংক একাউন্টের এর পূর্ণ তথ্য
·
অফিস কর্তৃক নির্ধারিত ফি
·
ইনভাইটেশন লেটার
·
আপনি যদি কোনো চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনার চাকরির ছুটির লেটার
·
অফিস কর্তৃক নির্ধারিত ফি
·
আপনার জমি-জমা, সম্পদের বিবরনী (সকল ক্ষেত্রে প্রয়োজন হয় না)
·
আপনার ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত প্রয়োজনীয় কাগজপত্র
সাধারণত
ভিসা আবেদন করার ক্ষেত্রে উপরোক্ত কাগজগুলো প্রয়োজন হয়ে থাকে। তবে কিছু কিছু সময় আরও কিছু অতিরিক্ত কাগজপত্রের প্রয়োজন হয়ে থাকে। আর এই বিষয়টি সম্পূর্ণ ভাবে নির্ভর করে আপনি যে দেশে যাবেন সেই দেশের ভিসার উপর। আশা করি বুঝতে পেরেছেন।
অনলাইনে ভিসা আবেদন – ভিসার জন্য কিভাবে আবেদন করবেন
অনলাইনে ভিসা আবেদন করার জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশের সরকারি ভিসা ওয়েবসাইট প্রবেশ
করতে হবে। সেখানে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং বিভিন্ন দেশের ভিসা সম্পর্কে জানতে পারবেন।
ভিসা সম্পর্কে আরও জানতে চাইলে আপনি আমাদের ওয়েবসাইটের ভিসা সম্পর্কিত পোস্ট গুলো দেখতে পারেন। অথবা আপনি যে দেশের ভিসা সম্পর্কে জানতে চান সে দেশের ভিসা সম্পর্কে গুগলে সার্চ
দিতে পারেন।
এরপরে
যে দেশের ভিসা সম্পর্কে জানতে চান বা আবেদন করতে চান সেই দেশের অফিসিয়াল ভিসা ওয়েব সাইটে প্রবেশ করে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে ভিসার জন্য আবেদন করতে পারবেন।
বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ভিসা এজেন্সি ও দালালেরা ভিসা প্রদান করে থাকে। আপনি যদি বেসরকারি কোনো এজেন্সি অথবা দালালের মাধ্যমে ভিসা নিতে চান সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় সকল তথ্য তাদেরকে প্রদান করতে হবে এবং মূল্য পরিশোধ করতে হবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে।
এরপরে
আপনার ভিসা আবেদনের কার্যক্রম শুরু হবে এবং কাজ শেষে আপনাকে আপনার কাঙ্ক্ষিত ভিসা প্রদান করা হবে। তবে এক্ষেত্রে আপনার বেশ মোটা অংকের টাকা খরচ করতে হবে। আশা করি ভিসা আবেদনের নিয়মটি বুঝতে পেরেছেন।
তাই
আপনি চাইলে সরকারি ভাবে কোনো দালাল ছাড়াই যেকোনো ভিসার জন্য আবেদন করেতে পারবেন। এক্ষেত্রে আপনার খরচও কম হবে। নিচে এই বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে।
ভিসা আবেদনের নিয়ম – অনলাইনে ভিসা আবেদন ফরম (Visa Application Form)
আমরা
যখন ভিসা আবেদন করতে যাই তখন সবাই সাধারণত ভিসা আবেদন করার ক্ষেত্রে বিভিন্ন বেসরকারি এজেন্সি ও দালালের সাহায্য নিয়ে ভিসার আবেদন করে থাকি। তখন আপনাকে আপনার সকল প্রয়োজনীয় তথ্য
ও কাগজপত্র প্রস্তুত করতে হয় এবং তাদেরকে ভিসা আবেদন করার জন্য প্রয়োজনীয় খরচ দিতে হয়।
এরপর
দালাল বা বেসরকারি এজেন্সি আপনার ভিসা আবেদনের কার্যক্রম শুরু করে। আশা করি ভিসা আবেদনের নিয়ম সম্পর্কে ধারণা পেয়েছেন।
কিন্তু
আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কি দালাল বা এজেন্সি ছাড়া ভিসার জন্য আবেদন করতে পারবো না? এর উত্তর হল- হ্যাঁ, আপনি কোনো দালাল বা এজেন্সি ছাড়াই ভিসার জন্য আবেদন করতে পারবেন।
আপনি সরকারি ভাবে কোনো দালাল ছাড়াই ভিসার জন্য আবেদন করতে পারবেন। তাহলে দালাল ছাড়া বিদেশ যাওয়ার উপায় কি?
সরকারি ভাবে বিদেশ যাওয়ায় উপায় | দালাল ছাড়া বিদেশ যাওয়ার উপায়
দালাল বা কোনো বেসরকারি এজেন্সি ছাড়া সরকারি ভাবে বিদেশ যাওয়ার জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটির নাম হল- Ami Probashi (আমি
প্রবাসী)।
১. ‘Ami
Probashi’
অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে এই লিংকে যান- https://play.google.com/store/apps/details?id=com.thane.amiprobashi&hl=en&gl=US
২.
অ্যাপটি ইনস্টল করার পর প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন
করুন। Ami Probashi অ্যাপের মাধ্যমে
আপনি স্বল্প খরচে এবং সরকারি ভাবে বিশ্বের বিভিন্ন দেশে ভিসার জন্য আবেদন করতে পারবেন।
৩.
এই অ্যাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর আপনাকে ইন্টারভিউয়ের জন্য
ডাকা হবে। সেখানে আপনি উত্তীর্ণ হলে আপনাকে ভিসা প্রদান করা হবে এবং আপনি বিদেশে যেতে পারবেন।
আপনার
অবশ্যই আরেকটি বিষয় জানা প্রয়োজন। ‘আমি
প্রবাসী’
–
এই অ্যাপটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক ডেভেলপ করা হয়েছে। তাই চাকরির ইন্টারভিউ আপনি দেশেই দিতে পারবেন। এক্ষেত্রে আপনার বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন হবে না।
আর
ইন্টারভিউ শেষ করার পর যদি আপনি তাদের দ্বারা নির্বাচিত হন তাহলে আপনাকে আপনার কাঙ্ক্ষিত ভিসা দিয়ে দেওয়া হবে। এভাবে আপনি ‘আমি
প্রবাসী’
অ্যাপের মাধ্যমে সহজেই স্বল্প খরচে বিদেশ যেতে পারবেন।
ভিসা করতে কত টাকা লাগে – ভিসার মূল্য
কেউ
যদি ভিসা আবেদন করতে চায় তাহলে অবশ্যই তাকে ভিসা খরচ সম্পর্কে অবগত থাকতে হবে। বিভিন্ন দেশের ভিসা খরচ বিভিন্ন ধরনের হয়ে থাকে। এছাড়া ভিসার প্রকারের উপরেও খরচ কম-বেশি হতে পারে। যেমন- স্টুডেন্ট ভিসায় খরচ আলাদা, কাজের ভিসায় খরচ আলাদা এবং টুরিস্ট ভিসায় খরচ আলাদা।
এছাড়া
ভিসা খরচ আপনার ভিসা সরবরাহকারীর উপর
অনেকাংশে নির্ভর করে। মানে আপনি যার মাধ্যমে ভিসা নিচ্ছেন বা যে আপনাকে ভিসা সরবরাহ করছে তার উপরও ভিসা খরচ নির্ভর করে। যেমন আপনি যদি দালাল বা এজেন্সির মাধ্যমে ভিসা সংগ্রহ করতে চান তাহলে আপনার ভিসা খরচ বেশি হবে।
অন্যদিকে
সরকারি ভাবে ভিসা পেতে চাইলে খরচের পরিমাণও কম হবে। আর সরকারি ভাবে ভিসার পাওয়ার উপায় সম্পর্কে উপরেই আলোচনা করা হয়েছে।
সুতরাং
বুঝতেই পারছেন যে ভিসার খরচের পরিমাণ নির্দিষ্ট ভাবে বলা সম্ভব নয়।
ভিসা পেতে কতদিন লাগে
বিভিন্ন
দেশে ভিসা পাওয়ার সময় বিভিন্ন রকম। নিচে এর একটি তালিকা দেওয়া হল-
·
দুবাই ভিসা পেতে ৫-৭ দিন সময় লাগে।
·
উজবেকিস্তানের ট্যুরিস্ট
ভিসা পেতে ৫-৭ দিন সময় লাগে।
·
মিশর ভিসা পেতে ১০-২১ দিন সময় লাগে।
·
সিঙ্গাপুরের ট্যুরিস্ট
ভিসা পেতে ১৫-৩০ দিন সময় লাগে।
·
ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা পেতে ৭-২১ দিন সময় লাগে।
·
থাইল্যান্ডের ট্যুরিস্ট
ভিসা পেতে ৫-১০ দিন সময় লাগে।
·
তুর্কি ট্যুরিস্ট ভিসা পেতে ১০-২১ দিন সময় লাগে।
শেষকথা
উপরে ভিসা আবেদন করতে কি কি লাগে |
ভিসা আবেদনের নিয়ম
2024 (Visa Online Apply) এবং সরকারি ভাবে কিভাবে বিদেশ যাবেন –
এ সম্পর্কে বিস্তারিত ও পরিষ্কার ভাবে আলোচনা করা হয়েছে।
ভিসা
আবেদনের নিয়ম কি, ভিসা আবেদন করার সময় আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে, সরকারি ভাবে বিদেশ যাওয়ার উপায়, ভিসা পেতে কতদিন লাগে, ভিসা আবেদনের নিয়ম 2024 (Visa Online Apply) – এ সম্পর্কে সহজভাবে ভাবে আলোচনা করা হয়েছে আজকের পোস্টে। আশা করি আপনি বুঝতে পেরেছেন।
আপনি যেকোনো দেশের ভিসা
আবেদনের নিয়ম, ভিসা চেক ও পাসপোর্ট সম্পর্কিত আরো অনেক পোস্ট এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। ভিসা এবং পাসপোর্ট সম্পর্কে
কোনো বিষয় জানার থাকলে আপনি আমাদের সেই পোস্টগুলো দেখে আসতে পারেন।
যদি
ভিসা আবেদনের নিয়ম বা ভিসা আবেদন করতে কি কি লাগে –
এ পোস্টটির কোনো বিষয় না বুঝতে পারেন বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে শীঘ্রই নিচে কমেন্ট করে জানান। আমরা খুব তাড়াতাড়ি আপনার সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো।
আপনাকে অনেক ধন্যবাদ Blog Park BD এর সাথে
থাকার জন্য। ভিসা আবেদনের নিয়ম সম্পর্কিত এই পোস্টটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।
إرسال تعليق